অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নতুন নিয়ম ২০২২

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কেনার নিয়ম 2022 জানুন। বিকাশের মাধ্যমে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কেনার নিয়ম জানতে চান? ট্রেন বাংলাদেশের সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের পরিবহন মাধ্যম হিসেবে বিবেচিত হয়। অনলাইনে ট্রেনের টিকিট কেনার সময় হল 2022 24 ঘন্টা।
তাই যে কোনো দূরপাল্লার যাত্রায় ট্রেন ব্যবহার করে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু ট্রেনের টিকিট পাওয়া এখানকার সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। বিশাল লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার ঝামেলা এড়াতে আপনি ই-টিকেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। বাংলাদেশ রেলওয়ে থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন। তবে এর জন্য আপনার কিছু জিনিস লাগবে। মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২।
অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২২ | অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় 2022
https://eticket.railway.gov.bd এই সাইটটি থেকে আপনি কোন ঝামেলা ছাড়াই টিকিট কেটে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক মাত্র ৩টি ধাপে অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি। অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২১ হলো রাত দিন ২৪ ঘণ্টা।
ধাপ ১: অ্যাকাউন্ট খোলা | ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২২
যেসব জিনিস প্রয়োজন হবে: | মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
- জাভাস্ক্রিপ্ট সাপোর্টেড কোন ব্রাউজার (মজিলা, গুগলক্রোম, অপেরা, যেকোনো ব্রাউজার হলেই হবে)
- আপনার ফোন নম্বর
কার্যপ্রণালী: | অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২২
১. https://eticket.railway.gov.bd সাইটে গিয়ে Register এ ক্লিক করুন। মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম।

২. এরপরে যে ফর্মটা আসবে সেটি ভালো ও নির্ভুলভাবে পূরণ করে Sign Up বাটনে ক্লিক করুন।

৩. সব ঠিকঠাক থাকলে আপনাকে ভেরিফিকেশন কোড দিতে বলবে। ভেরিফিকেশন কোডটা আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে সেন্ড করা হবে ০১৮৪৭১৬৯৯৫৮ এই নাম্বার থেকে। ৬ ডিজিটের ভেরিফিকেশন কোডটি প্রবেশ করিয়ে Verify বাটনে ক্লিক করুন।
এভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাকে অ্যাকাউন্ট আপডেট করতে হবে। অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২১ হলো রাত দিন ২৪ ঘণ্টা।
ধাপ ২: অ্যাকাউন্ট আপডেট | মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
যেসব জিনিস প্রয়োজন হবে:
- একটি অ্যাকাউন্ট (যেটি আপনি আগের ধাপে ক্রিয়েট করলেন)
- আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম-নিবন্ধন নম্বর
কার্যপ্রণালী: অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২১
১. ব্রাউজারে https://eticket.railway.gov.bd গিয়ে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। সাধারণত লগইন করাই থাকবে।
২. লগইন করার পরই আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। ফর্মটা ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে। উল্লেখ্য আপনার সার্টিফিকেটের জন্মতারিখ ব্যবহার করতে হবে। আর আপনি যেখানে থাকেন সে এলাকার পোস্ট কোড দিতে হবে। এই সাইটে গিয়ে আপনার এলাকার পোস্ট কোড খুঁজে বের কতে পারবেন। সব পূরণ করার পরে নিচের Update Your Profile বাটনে ক্লিক করুন।

৩. সব ঠিক থাকলে উপরে একটা নীল ড্যাসবোর্ডে আপনার সব তথ্য দেখাবে।

এভাবে আপনার অ্যাকাউন্ট আপডেট হয়ে গেলেই আপনি টিকিট কিনতে পারবেন।
ধাপ ৩: টিকিট কেনা | ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২২
যেসব জিনিস প্রয়োজন হবে:
- যেকোন একটি পেমেন্ট মেথড (বিকাশ, রকেট, নেক্সাস পে, অ্যামেক্স অথবা ব্র্যাক বা সিটি ব্যাংক এর যেকোনো মাস্টার-কার্ড বা ভিসা কার্ড)
- আপডেট করা একটি অ্যাকাউন্ট
কার্যপদ্ধতি: | অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২১
১. প্রথমে আপনার ব্রাউজারে https://eticket.railway.gov.bd গিয়ে লগইন করে নিন।
২. এরপর হোম এ গিয়ে আপনার রুট ঠিক করে “Find” এ ক্লিক করুন।

৩. এরপরে ট্রেনের লিস্ট থেকে আপনি যে ট্রেনে যেতে চান সেটির পাশের “Details” বাটনে ক্লিক করুন।

৪. ডিটেইলস দেখে নিশ্চিত হয়ে “Purchase” বাটনে ক্লিক করুন।

৫. এরপর একটি স্ক্রিনে আপনার টিকিট এর ব্যাপারে সব ডিটেইলস চলে আসবে। সব ঠিকঠাক থাকলে “Buy Ticket” বাটনে ক্লিক করে “Agree” বাটনে ক্লিক করুন।

৬. এর পরের স্ক্রিন থেকে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করে পে করলেই একটি ফিরতি ইমেইলে আপনার টিকিট চলে আসবে।

অবশেষে আপনার ইমেলে পাঠানো সংযুক্তিটি প্রিন্ট করুন এবং নিরাপদে ট্রেনে উঠুন। আপনি যদি সেই প্রিন্ট আউটটি টিটিইকে দেখান তবে এটি হয়ে যাবে।
কোনো সমস্যা হলে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম 2022
- আপনার VPN বন্ধ করুন। এই সাইটটি শুধুমাত্র বাংলাদেশের জন্য।
- ধাপ 2 এ কোন সমস্যা হলে ব্রাউজার পরিবর্তন করুন। অনেক সময় মজিলা ব্রাউজারে অ্যাকাউন্ট আপডেট হয় না। মোবাইলে ট্রেনের টিকিট কেনার নিয়ম।
Read More : ইরানি ছেলে শিশুদের ইসলামিক নাম – ২০০+ নাম
2022 সালে ট্রেনের অগ্রিম টিকিট কতক্ষণ আগে পাওয়া যায়?
ট্রেনের অগ্রিম টিকিট সাধারণত পাঁচ দিন আগে পাওয়া যায়। পরিস্থিতির উপর নির্ভর করে, অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই ট্রেনের অগ্রিম টিকিট 5 থেকে 10 দিন আগে পাওয়া যায়। 2021 সালে কতক্ষণ আগে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যায়, আমি আশা করি আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন।
অনলাইন ট্রেনের অগ্রিম টিকিট কেনার নিয়ম 2022
উপরে বর্ণিত একই বিষয়গুলি অনুসরণ করে আপনি অগ্রিম ট্রেনের টিকিট 2021 কাটতে পারবেন। আপনি মোবাইল এবং ল্যাপটপ উভয় কম্পিউটার থেকে 2021 সালের ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন।
মোবাইলে ট্রেনের টিকিট কেনার নিয়ম
এই পোস্টটি খুব শীঘ্রই মোবাইলে ট্রেনের টিকিট কেনার নিয়ম ব্যাখ্যা করবে। মোবাইলে ট্রেনের টিকিট কেনার নিয়ম জানতে নিয়মিত আমাদের অর্ডিনারি আইটি ওয়েবসাইট ভিজিট করুন।
অনলাইনে ট্রেনের টিকিট কেনার সময়
অনলাইনে ট্রেনের টিকিটের সময় সাধারণত সারা দিন এবং রাতে দেওয়া হয়। অনলাইনে ট্রেনের টিকিটের সময় বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয়। অনলাইন ট্রেন টিকিটের সময় বিশ্লেষণ করে দেখা গেছে যে ট্রেনের অগ্রিম টিকিট সাধারণত সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অনলাইনে বুক করা হয়।
অনলাইনে ট্রেনের টিকিট কেনার সময় হল 2022 24 ঘন্টা। সাইটের নিয়ম অনুযায়ী টিকিট হস্তান্তরযোগ্য নয়। তবে চিন্তার কিছু নেই। একজন আরেকজনের টিকিট নিলেও টিটিই ধরবে না। আপনি বা অন্য কেউ বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করছেন কিনা তা TTE শুধুমাত্র পরীক্ষা করবে। আর টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করতে ভুলবেন না।