খেলাধুলা

আফগানদের স্পন্সরে সাকিবের প্রতিষ্ঠান, বিতর্ক

চলমান বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের দিকে তাকালে দেখা যাবে, আফগান জার্সিতে বাংলাদেশি স্পন্সর মোনার্ক মার্টের নাম লেখা রয়েছে। মোনার্ক মার্ট সাকিবের কোম্পানি। আর কেনই বা বাংলাদেশের অলরাউন্ডার আফগানদের পৃষ্ঠপোষকতা করছেন।
মোনার্ক মার্টের চেয়ারম্যান হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও এই সংগঠনের সঙ্গে সাকিবের সঙ্গী রয়েছে। তবে সাকিব নিজেই একটি ব্র্যান্ড এবং তার নাম সবার আগে আসে। কিন্তু কেন বাংলাদেশি হয়ে আফগানদের স্পন্সর হচ্ছে সাকিবের মোনার্ক মার্ট! আসলে ক্রিকেটারদের ক্রিকেট স্পন্সর করতে এগিয়ে এসেছে সাকিবের কোম্পানি মোনার্ক মার্ট।

এদিকে, এসিবির ডেপুটি চিফ অফ স্টাফ মেনহাজ রাজ, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পৃষ্ঠপোষকতায় ক্রিকেটারদের উত্থানকে ভালো খবর হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট বোর্ড (এসিবি) কোনো ধনী ক্রিকেট বোর্ড নয়। আর্থিক সংকট আমাদের সবচেয়ে বড় সমস্যা। ক্রিকেটাররা আমাদের জন্য আছে এটা আমাদের জন্য বড় ব্যাপার। আমি সাকিবকে ধন্যবাদ জানাই যে তার মতো বিশ্বমানের ক্রিকেটারদের একটি সংগঠন আমাদের দলের পৃষ্ঠপোষক। ‘

আফগানদের জার্সিতে শুধু মোনার্ক মার্টের নামই নয়, লেখা আছে ‘এমএন ৭’। এই ‘MN8’ আফগানিস্তান দলের খেলোয়াড় মোহাম্মদ নবীর সংক্ষিপ্ত নাম। আর ৭ মানে তার জার্সি নম্বর।

মোহাম্মদ নবীর সংগঠন ‘এমএন৮’ দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে রয়েছে। নবীর প্রতিষ্ঠানটি শুধু বাংলাদেশ সিরিজের স্পনসর হিসেবেই জড়িত ছিল না, গত বছরের মার্চে আবুধাবিতে অনুষ্ঠিত আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজেরও কো-স্পন্সর ছিল।

তবে একটা প্রশ্ন থেকে যায়- কেন সাকিবের সংগঠন আফগানিস্তানকে স্পন্সর করল? আফগান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা বিভাগের উপ-প্রধান মেনহাজ বলেন, সাকিবের প্রতিষ্ঠানকে আফগানদের পৃষ্ঠপোষকতা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button