Sportsবিনোদনসাক্ষাতকার

এবার সাকিবের অপেক্ষায় মীর, চঞ্চলের সাক্ষাৎ পেয়ে স্বপ্নপূরণ

বাংলাদেশের প্রতি অসামান্য মুগ্ধতা কলকাতার তারকা মীর আফসার আলির মনে। একাধিকবার এ দেশে এসেছেন, কাছ থেকে অনুভব করেছেন এখানকার মানুষের ভালোবাসা। চলতি বছরের মার্চ মাসেও ঢাকায় এসেছিলেন তিনি। নিজের ফুড ভ্লগিং প্রজেক্ট ‘ফুডকা’ নিয়ে ঘুরে বেড়িয়েছেন, খেয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার। আর বড় গলায় করেছেন প্রশংসা।

ঢাকার অভিনয়শিল্পীদের নিয়েও মীরের ভালোলাগা রয়েছে। বিশেষত চঞ্চল চৌধুরীর ভক্ত তিনি। অনেকদিন ধরেই মীরের স্বপ্ন ছিলো, চঞ্চলের সঙ্গে দেখা করবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এ বছরই তাদের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে।

স্মরণীয় সেই মুহূর্ত নিয়ে মীর বলেন, ‘এ বছর চঞ্চল চৌধুরী দাদার সঙ্গে মুখোমুখি সাক্ষাতের সৌভাগ্য হয়েছে কলকাতায়। ওটা স্বপ্নপূরণ ছিল আমার জন্য।’

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও ভীষণ ভক্ত মীর আফসার আলি। চঞ্চলের সঙ্গে দেখা হওয়ার পর এবার তিনি সাকিবের অপেক্ষায়। সোমবার (২৬ ডিসেম্বর) সাকিবের স্ত্রী শিশিরের একটি পোস্ট শেয়ার করে বিষয়টি জানান এ উপস্থাপক ও সংগীতশিল্পী।

শিশিরের আপলোড করা ছবিতে দেখা গেছে, শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে গেছেন সাকিব। সেখানেই পিকনিক করছেন। এমনকি স্ত্রীর সঙ্গে নিজ হাতে রান্নাও করছেন বাইশ গজের তারকা। অপূর্ব এই মুহূর্তটি মুগ্ধ করেছে মীর আফসার আলিকে।

তিনি বললেন, ‘আমার সাকিব ভাইয়ের সঙ্গে আলাপ করার খুব ইচ্ছা। বড্ড ভালো লাগে মানুষটাকে। এক-আধ বার সুযোগ যে পাইনি তা নয়। কিন্তু বিরক্ত করতে ভালো লাগে না। তার মতো মানুষ সারাক্ষণই ভক্ত দ্বারা ঘেরা। তার মধ্যে ওনাকে বিব্রত করতে ইচ্ছা হয়নি কোনও দিনও। কিন্তু আজ এই ছবিগুলো দেখে এত ভালো লাগলো, শেয়ার করলাম। ইনশাআল্লাহ, কোনও না কোনও সময় হবে নিশ্চয়।’

মীরের এই মুগ্ধতা ও ইচ্ছের কথা শুনে আপ্লুত হচ্ছেন এ দেশের অনুসারীরা। কেউ পরামর্শ দিয়েছেন, সাকিবকে ‘মীরাক্কেল’-এ আমন্ত্রণ জানানোর, কেউ আবার বলেছেন, ‘ফুডকা’তে দুজনকে হাজির হতে। যদিও ক্রিকেট-পারিবারিক ব্যস্ততার ফাঁকে সাকিব সেই ফুরসত পান কিনা, তা অনিশ্চিত।

উল্লেখ্য, কলকাতার জনপ্রিয় রেডিও স্টেশন ‘রেডিও মিরচি’ থেকে সঞ্চালক মীরের উত্থান। এরপর তিনি খ্যাতি পেয়েছেন জি বাংলার তুমুল জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’ দিয়ে। এছাড়া বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি সংগীতেও রয়েছে সরব উপস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button