মেডিকেল ভর্তি পরীক্ষা : কিভাবে অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।এই পোস্টে চিকিৎসক হতে ইচ্ছুক শিক্ষার্থীরা কিভাবে অনলাইনে ভর্তির আবেদন করবে তা নিয়ে আলোচনা করেছি। এছাড়াও মেডিকেল ভর্তির বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। যেমন- ভর্তির যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, মান বন্টন ইত্যাদি। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের নীতিমালা অনুযায়ী এ পরীক্ষা সম্পন্ন হয়ে থাকে।

মেডিকেল ভর্তি পরীক্ষা এর যোগ্যতা কি?

ভর্তি প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। নিয়মিত শিক্ষার্থী হতে হবে। যেমন ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২০১৭ ইং সনের পূর্বে যারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা যোগ্য বলে বিবেচিত হবেন না। সকল শিক্ষাক্রমে এসএসসি/সমমান এবং এইসএসসি/সমমান এই দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে। উপজাতী ও পার্বত্য জেলার প্রার্থীদের এসএসসি/সমমান এবং এইসএসসি/সমমান এই দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে; তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য হবেন না। সকল প্রার্থীদের জন্য এইসএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

পরীক্ষা পদ্ধতি ও মেধা তালিকা প্রকাশ:

MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। ১০০ টি এমসিকিউ এর মধ্যে ১০০ টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ এবং পরীক্ষার সময়সীমা ১ ঘন্টা। লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নাম্বারের পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কর্তন করা হবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবেন।

প্রার্থী মূল্যায়ন:

এসএসসি ও এইসএসসি এর জিপিএ এবং লিখিত পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রার্থী মূল্যায়ন করা হয়। এসএসসি/সমমান পরীক্ষার জিপিএ এর ১৫ গুণ = ৭৫ নম্বর (সর্বোচ্চ) এইচএসসি/ সমমান পরীক্ষার জিপিএ-এর ২৫ গুণ = ১২৫ নম্বর (সর্বোচ্চ) MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা = ১০০ নম্বর মোট = ৩০০ নম্বর

লিখিত পরীক্ষার মান বন্টন:

পদার্থবিদ্যা = ২০; রসায়নবিদ্যা = ২৫; জীববিজ্ঞান = ৩০; ইংরেজি =১৫; সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ = ১০;

মেধা তালিকা প্রণয়ন:

শুধুমাত্র লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদেরকে মেধাতালিকায় অন্তভুক্ত করা হয়। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে নির্ধারণ করে মূল্যায়ন এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হয়।

মেডিকেল ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য:

ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য সাস্থ অধিদপ্তরের ওয়েবসাইট www. dghs.gov.bd হতে জানা যাবে। আপডেট খবর জানতে সাস্থঅধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করুন।

মেডিকেলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার নিয়ম:

ইন্টারনেটের মাধ্যমে আবেদন করার জন্য ভিজিট করুন http://dghs.teletalk.com.bd/mbbs/main.php এই লিংক এ গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। Website এ প্রবেশের আগে নিম্ন বর্ণিত তথ্য ও অন্যান্য উপকরণ সাথে রাখুন-

*300 x 300 Pixel মাপের নিজের একটি রঙ্গীল ছবি jpg ফরমেটের।ফাইরের সাইজ 100kb এর বেশি হলে গ্রহণ করা হবে না। স্ক্যান করে কিংবা ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি রিসাইজ করে নিন । ফাইলের সাইজ ১০০ কেবির বেশি হলে অনলাইন থেকে সাইজ কমাতে পারবেন।

*300 x 80 Pixel মাপের নিজের একটি স্বাক্ষর; সাগজে স্বাক্ষর করে স্ক্যান করে সাইজ করে নিতে হবে। ফাইলের সাইজ ৬০ কেবি এর বেশি হলে কমিয়ে নিতে হবে। ছবি ও স্বাক্ষরের মাপ এবং প্রয়োজনীয় কেবি ঠিক আছে কিনা যাচাই করার জন্য http://dghs.teletalk.com.bd/mbbs/imsize.php এই লিংক ব্যবহার করুন।

*যে কম্পিউটার/ল্যাপটপ থেকে ওয়েবসাইনে ঢুকবেন সেই কম্পিউটারে ছবি ও স্বাক্ষর আগে থেকেই নির্ধারিত সাইজ করে রাখতে হবে কিংবা নির্ধারিত সাইজ করে পেনড্রাইভে রাখুন।

ইংরেজিতে নিজের জেলা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ইত্যাদি নিজের কাছে রাখুন।
মেডিকেল কলেজগুলো আগে থেকেই পছন্দক্রম সাজিয়ে রাখুন। কেননা পছন্দক্রম একবার দিলে পরবর্তীতে আর পরিবর্তন করা যাবে না।

বিস্তারিত দেখুন http://dghs.teletalk.com.bd/mbbs/docs/instructions.pdf এই লিংক এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *