খালেদের পর প্রোটিয়া শিবিরে মিরাজের আঘাত

খালেদের পর প্রোটিয়া শিবিরে মিরাজের আঘাত
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার শিবিরে খালেদ আহমেদের পর ইনজুরিতে পড়েন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। ফিরেছেন স্বাগতিক দলের দুই ওপেনার।
১১৩ রানে লিটন দাসের বলে ডিন এলগারকে ক্যাচ দেন খালেদ। আউট হওয়ার আগে ১০১ বলে ৬ রান করেন ডিন এলগার। স্কোরবোর্ডে আরও ৪ রান যোগ করার পর আঘাত হানেন মেহেদি। সারিল এরউই ৪১ রানে বোল্ড আউট হন।
লেখার সময় প্রোটিয়ারা দুই উইকেটে 117 রানে ব্যাট করছে। কিগান পিটারসেন ৪ রান ও টেম্বা বাভুমা ১ রান নিয়ে ব্যাট করছেন।
আরও পড়ুন: ধোনির মাত্র ১৫ রানের অপেক্ষা
বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, সারিল এরউই, কেশব মহারাজ, ওয়েন মুল্ডার, ডুয়ান অলিভিয়ার, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন, কাইল ভেরাইন, লিজাদ উইলিয়ামস এবং শিমন হার্মার।