অর্থনীতিকৃষি বার্তা
গাইবান্ধায় কৃষকদের পাট চাষ প্রশিক্ষণ

গাইবান্ধার সদর উপজেলায় পাট চাষীদের উন্নত প্রযুক্তিভিত্তিক পাট ও পাট বীজ উৎপাদন প্রকল্পের আওতায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) গাইবান্ধা জেলা পাট উন্নয়ন ও সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রফিউল আলম।
আরও পড়ুন: পর্দার নায়িকা হলেন জীবনসঙ্গী
এই প্রশিক্ষণ কর্মশালায় ১৫০ জন প্রান্তিক কৃষক অংশ নেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মোঃ রেজাউল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ কর্মশালায় বক্তব্য রাখেন।
আরও পড়ুন: শুরু হয়েছে পর্যটন মেলা