আন্তর্জাতিকStoriesখেলাধুলা

‘টাইব্রেকে যাওয়ার আগেই জয় পেতে পারতো আর্জেন্টিনা’ ফ্রান্সের পর এবার পিটিশন করলো আর্জেন্টিনার সমর্থকরা

ফ্রান্স, কান্না থামাও’ শিরোনামে আর্জেন্টাইনদের পাল্টা পিটিশন

ফ্রান্সকে কান্না থামাতে বলছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনাল নিয়ে ফ্রান্সের পিটিশনের পর পিটিশন করেছে আর্জেন্টিনার সমর্থকরাও। ‘স্টপ ক্রাইং, ফ্রান্স’ বা ‘ফ্রান্স, কান্না থামাও’ শিরোনামের পিটিশনটিতে এরই মধ্যে সই করেছে সাড়ে সাড়ে ৩ লাখ মানুষ। এদিকে, টাইব্রেকে যাওয়ার আগেই জয় পেতে পারতো আর্জেন্টিনা, এমন মত আর্জেন্টিনা সমর্থকদের। খবর গোল ডটকমের।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এখনও মেনে নিতে পারছেন না ফ্রান্সের অনেক সমর্থক। ফাইনালের অতিরিক্ত সময়ে মেসির করা গোলটি নিয়েই যত আপত্তি তাদের। ওই গোলের আগেই আর্জেন্টিনার ফুটবলাররা মাঠে প্রবেশ করেছিল এমনটা দাবি ফরাসিদের।

এর বিপক্ষে অবশ্য শক্ত প্রমাণ উপস্থাপন করেছেন ফাইনালের রেফারি মার্চিনিয়াক। এমবাপ্পের গোলের সময় ফ্রান্সের ৭ ফুটবলার মাঠে প্রবেশ করেছিল, এমন ছবি প্রকাশ্য এনে পোল্যান্ডের এই রেফারি বলেন, ফরাসিরা এই ছবির ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে। এখানে দেখা যাচ্ছে, এমবাপ্পের তৃতীয় গোলের সময় ফ্রান্সের সাইডবেঞ্চের সাতজন খেলোয়াড় প্রবেশ করেছিল মাঠে। এখন দেখতে হবে, ফিফার নিয়মে কী আছে। গোলের সময় মাঠে বাইরের কেউ ঢুকে পড়লেই গোল বাতিল হবে না। দেখতে হবে, সাইডবেঞ্চের কারও মাঠে প্রবেশ করার মাধ্যমে খেলা বা গোল করায় কোনো প্রভাব পড়েছে কিনা। এবার দেখুন, দুইটি গোলের সময়ই যারা লাফিয়ে দাগ অতিক্রম করে মাঠে ঢুকে পড়েছিল, তাতে খেলায় কি কোনো প্রভাব পড়েছিল?

তাতে অবশ্য বিতর্ক থেমে যায়নি। ফ্রান্সের করা পিটিশনের পর এবার পিটিশন করেছে আর্জেন্টিনার সমর্থকরাও। ফ্রান্সের পিটিশনে ২ লাখ মানুষ সাড়া দিলেও, আর্জেন্টিনার পিটিশনে এরই মধ্যে সাড়া মিলেছে সাড়ে ৩ লাখেরও বেশি মানুষের। পিটিশনটি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই জমা পড়ে ৬৫ হাজার সিগনেচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button