টেকনাফে ক্যাশিয়ার খুনের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ায় আবদুর রহমান (৩২) নামে এক ক্যাশিয়ার হত্যা মামলায় আটজনের নাম ও অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে নিহতের ভাই আব্দুস শুক্কুর বাদী হয়ে মামলাটি করেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা হয়েছে। একই সঙ্গে ইশতেহারে উল্লেখিত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: এবার তিন পুলিশ সুপারকে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠিয়েছে সরকার
এর আগে সোমবার (১৭ অক্টোবর) সকালে টেকনাফের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বাজারের পাশে মাটিতে পড়ে থাকা আবদুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।
আব্দুর রহমান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পুরানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে। তিনি ক্যাশ সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
মামলার আট আসামি হলেন- একই এলাকার মৃত নূর আহমদের ছেলে হাবিবুল্লাহ (৩৭), মৃত মোঃ আব্দুল্লাহর ছেলে আলমগীর ফয়সাল লিটন (৩৪), ফিরোজ আহমেদের ছেলে বোরহান উদ্দিন জিয়া (২৫), ইব্রাহিম খলিলের ছেলে মো. ইসহাক (২৪), মোক্তুল আহমেদ করিম উল্লাহর ছেলে বশির আহমেদ (৩২), বশির আহমেদ ড্রাইভারের ছেলে নাছির উদ্দিন (২৮), মৃত আলী আকবরের ছেলে মোঃ শওকত (৩৩) ও আব্দুল গফুরের ছেলে সালামতুল্লাহ (২৬)।
আব্দুস শুক্কুর জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে মামলার এজাহারভুক্ত আটজনসহ অজ্ঞাত ব্যক্তিরা।