ধোনির মাত্র ১৫ রানের অপেক্ষা

চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টদের বিরুদ্ধে ম্যাচের আগে এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়েছেন। আর মাত্র 15 রান করতে পারলেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অনন্য ক্লাবে প্রবেশ করবেন তিনি।
টি-টোয়েন্টি ফরম্যাটে ধোনির রান এখন ৬৯৭৫। ১৫ রান করলে এই ফরম্যাটে তার রান হবে ৬ হাজার। তালিকায় ভারতীয়দের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং রবিন উথাপ্পা। তাদের মধ্যে বিরাট কোহলি 10,326, রোহিত শর্মা 9,937, শিখর ধাওয়ান 6,618 এবং রবিন উথাপ্পা 6,060 রান করেছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) আইপিএলে লখনউয়ের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ম্যাচে ধোনির ব্যাট থেকে ১৫ রান আসবে? উত্তর পাওয়া যাবে মাঠে।
আরও পড়ুন: পর্দার নায়িকা হলেন জীবনসঙ্গী
প্রসঙ্গত, এই বছর চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে 36 বলে 50 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ধোনি। যদিও তার ব্যাটে দল জিততে পারেনি। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরেছে তারা।
আরও পড়ুন: রমজানে কাতারে দাম কমলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের
৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতীয়রা
বিরাট কোহলি: 10,326 রান
রোহিত শর্মা: 9,936 রান
শিখর ধাওয়ান: ৭,৬১৮ রান
রবিন উথাপ্পা: ৭,০৬০ রান