পাকিস্তান ফাইনালে চলে গেল নিউজিল্যান্ডকে হারিয়ে

পাকিস্তান ফাইনালে চলে গেল নিউজিল্যান্ডকে হারিয়ে
টিম সাউদির বলে মিড অন থেকে সিঙ্গেল নিলেন শান মাসুদ। রান নেয়ার আগেই শুরু করে দিলেন উদ্যাপন। কেন করবেন না? এ জয়টা পাকিস্তান দলের তো বিশেষ কিছুই !
তিন দিন আগেও টুর্নামেন্ট থেকে প্রায় বাদই পড়েছিল পাকিস্তান। সেই তারাই আগামী খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।
প্রথম সেমিফাইনালে সিডনিতে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে চলে গেছে পাকিস্তান।
এর আগে বিশ্বকাপের প্রথম দুই আসর—২০০৭ ও ২০০৯ সালে ফাইনালে খেলেছিল পাকিস্তান।
১৫২ রানের জন্য পাকিস্তানকে শুরুটা দুর্দান্ত পারফরমেন্স আনেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, তাদের দুর্দান্ত ওপেনিং জুটিতেই ওঠে আসে ১০৫ রান।
নিউজিল্যান্ড হারার দিকে তখন থেকেই। এরপর বাবর, রিজওয়ানকে ফেরাতে পারলেও সেটি বেশ দেরি হয়ে গেছে নিউ-জিল্যান্ডদের।
সিডনির মাঠে ১৫২ রান ডিফেন্ড করতে অসাধারণ কিছু করতে হতো বোলিংয়ে, কিন্তু সেটিকরতে পারেনি।
টসে জিতে নিউজিল্যান্ড বেটিং বেছে নেয় আর ফিল্ডিং করতে হয়েছে পাকিস্তানকে, দুই অধিনায়কই যেখানে আগে ব্যাটিং করতে চেয়েছিলেন।
তবে প্রথম ওভারেই ফিন অ্যালেনকে ফিরিয়ে দিয়ে গতিপথটা ঠিক করে দিয়েছিলেন আফ্রিদি । পরে ড্যারিল মিচেলের ফিফটিতে ১৫০ রান পার করেও পাকিস্তানকে আটকে রাখতে পারল না নিউজিল্যান্ড।