
জামালপুরের দেওয়ানগঞ্জে আসকার আলী (৩৫) নামে এক ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে দিয়েছে ইদ্রিস আলী ও সূর্যবানু।
বুধবার (৩০ মার্চ) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার দণ্ডধারা ইউনিয়নের নিমাইমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইদ্রিস আলী ও সূর্যবানুকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সূর্যবানুর সঙ্গে স্থানীয় এক সাধুর অনৈতিক সম্পর্ক ছিল। প্রতিবেশী ভিকটিম আসকার আলী মোবাইল ফোনে তাদের আপত্তিকর ছবি তোলেন। এ নিয়ে আসকার আলী ও সূর্যবানুর মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার দিন বেলা ১টার দিকে সূর্য বানু ও তার স্বামী আসকার আলীকে তাদের মোবাইল ফোনে ফোন করে। পরে ঘরের দরজা বন্ধ করে হাত-পা বেঁধে আসকারের বিশেষ অঙ্গ কেটে দেয়।
আরও পড়ুন: খালেদের পর প্রোটিয়া শিবিরে মিরাজের আঘাত
তার চিৎকার শুনে প্রতিবেশীরা আসকার আলীকে উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইদ্রিস আলী ও সূর্যবানুকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা বিচারাধীন রয়েছে।