ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য

ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য
রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২১ জুন দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌস এ দিন ধার্য করেন।
মির্জা ফখরুল ওইদিন আদালতে হাজিরা দিলেও মামলার আরেক আসামি শিমুল বিশ্বাস করোনায় আক্রান্ত হওয়ায় আদালতে হাজির হতে পারেননি। এ সময় আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে ২১ জুন শুনানির দিন ধার্য করেন।
২০১৬ সালে রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি হয়। মামলা নং 8 (1) 14. অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির 143, 146, 149, 353, 341, 332, 306, 435, 428, 109, 114 এবং 34 ধারায় অভিযোগ আনা হয়েছে৷
একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। এরপর ৫১ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।