লাইফস্টাইল
ফেসবুক আইডি: লেখক কবিত্ব হাসান
ফেসবুক আইডি
লেখক: কবিত্ব হাসান
পরীক্ষায় আমার প্রতিবেশী বেঞ্চে বসা
এক আপুর কাছে,
চেয়ে ছিলাম তার ফেসবুক আইডি;
সে প্রেম ভেবে ফিরিয়ে দিয়েছে!
কালোর মধ্যে সুইট মানুষ আমি
চকলেটের মতো নই অতো দামি।
আরে আপা ফেসবুক আইডি চেয়ে ছিলাম আমি,
আপনাকে প্রেমের প্রস্তাব তো দেই নি!
প্রেমের প্রস্তাব আপনাকে দিলে
জীবন আমার যাবে চিতাশালের সাথে মিলে।
অবুঝ সরল মানুষ আমি
এখনি প্রেম করার বুঝ আসেনি।