বিশ্বকাপ জয়ের পর পিএসজিতেও মেয়াদ বাড়াচ্ছেন মেসি

বিশ্বকাপ জিতে মধুর সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। এর মাঝেই নতুন সুসংবাদ শুনলেন তাঁর ভক্তরা। কয়েকটি প্রতিবেদনের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে মৌখিকভাবে রাজি হয়েছেন আর্জেন্টাইন তারকা। ফরাসি ক্লাবটির সঙ্গে নাকি অন্তত আরও এক মৌসুমের জন্য চুক্তি নবায়ন করবেন মেসি।

 

পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৩ সালের জুন পর্যন্ত। ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন চুক্তি নিয়ে কথা বলেছে দুই পক্ষ। চুক্তির মেয়াদটা আরও এক বছর বাড়াতে একমত হয়েছে দুই পক্ষই।

অর্থাৎ, ২০২৪ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে পিএসজি। সাতবার ব্যালন ডি’অরজয়ী মেসি গত রোববার বিশ্বকাপের ফাইনাল জেতেন। ফাইনালে ফ্রান্সের সঙ্গে নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা।

 

পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি গত ৮ ডিসেম্বর সংবাদমাধ্যমকে বলেছিলেন, তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে তারা আত্মবিশ্বাসী। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে খেলাইফি বলেছিলেন, ‘সে খুব আনন্দে আছে। জাতীয় দলের সঙ্গে সেটা দেখতেই পাচ্ছেন। বিশ্বকাপের পর আমরা বসব, এ নিয়ে একমত হয়েছিলাম। দুই পক্ষই যেহেতু সন্তুষ্ট তাই আমরা বিশ্বকাপের পরই (মেয়াদ বাড়ানো) কথা বলব।’

 

আর ‘লা পারিসিয়ান’ নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, ‘ডিসেম্বরের শুরুতে বিশ্বকাপ চলাকালীন অন্তত আরও এক মৌসুমে থাকার বিষয়ে (পিএসজি) একমত হয় মেসির সঙ্গে।’ তবে ফরাসি এই সংবাদমাধ্যম এ বিষয়ে কোনো সূত্র উল্লেখ করেনি।

ইএসপিএনের প্রতিবেদক ও ফরাসি সংবাদকর্মী ইউলিয়ান লরেন্সকে সূত্র জানিয়েছে, পিএসজি চায় মেসি ক্লাবটিতে অন্তত আরও এক মৌসুম থাকুক। চ্যাম্পিয়নস লিগ জেতার দল গড়ে মেসিকে তারা আরও এক মৌসুম ধরে রাখতে চায়। গত মাসে অবশ্য অন্য কথা শোনা গিয়েছিল। ৩৫ বছর বয়সী মেসিকে নাকি কেনার ব্যাপারে আত্মবিশ্বাসী মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। তবে সূত্র মারফত ইএসপিএন জানিয়েছে, এ বিষয়ে কোনো চুক্তি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *