বিসিএস প্রশাসন ক্যাডার জান্নাতঃ দিনে সংসার, রাতে পড়াশোনা করেছি!
অদম্য প্রতিভার স্বর্গ। একদিকে পরিবার, অন্যদিকে সরকারি চাকরি। এত কিছুর পরও তিনি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন।
৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশ * পেয়েছেন জান্নাত।
জান্নাত জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের উত্তরপাড়ায় আব্দুল ওয়াদুদ-জাহিদা ইয়াসমিন দম্পতির মেয়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে অনার্স-মাস্টার্স করার পর তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন।
“এটা তখন আমাদের নজরে আসে। এরই মধ্যে, বাবা-মাকে বিয়ে করতে হবে। চাকরি এবং পারিবারিক চাপের মুখে আমি পিছপা হইনি।
আমি আমার স্বপ্ন পূরণের জন্য পুরোপুরি প্রস্তুত। সারাদিন কাজ করেছি আর রাতে পড়াশুনা করেছি। এভাবেই স্বপ্ন জয়ের কঠিন পথ পাড়ি দিয়েছি। ”
জান্নাত আরও বলেন, “বিসিএস কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই-বোনের পরামর্শে পড়াশোনা করেছেন। আমি আমার প্রথম পছন্দ হিসেবে প্রশাসন ক্যাডার নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সবার দোয়ার মাধ্যমে সুপারিশ পেয়েছি। “স্বপ্ন সত্যি হয়েছে।
এবার মানুষের জন্য কিছু করতে চান জান্নাত। তিনি বলেন, আমি তৃণমূল মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আগামীতেও সবার দোয়া নিয়ে দেশের মানুষের সেবা করতে চাই।
তথ্যসূত্র: ডেইলি বাংলাদেশ ছবি: ফেসবুক