বিনোদন

বিয়ের আগেই নিজ অন্তঃসত্ত্বার কথা জানান আলেয়া ভাট

১৪ এপ্রিল ২০২২ বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের দুই মাসের মধ্যে আলিয়া ভাট জানান তিনি অন্তঃসত্ত্বা ।

এরপর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, তবে কি বিয়ের আগেই আলিয়া ভাট অন্তঃসত্ত্বা হয়েছেন ? গুঞ্জন সত্যি করেই বিয়ের সাত মাসেরও মধ্যে মা হলেন তিনি।

তবে এই ঘটনার শুরু আলিয়াকে দিয়েই নয়, বিয়ের কয়েক মাসের মধ্যে মা হয়েছেন আরও অনেক বলিউড অভিনেত্রী রয়েছেন।

আলিয়া ভাট কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন কি না—এটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীর বোন শাহীন ভাটকেও।

উত্তরে শাহীন বলেছেন, আমি তাঁর (আলিয়া) হয়ে কথা বলতে পারব না। এটা পুরোপুরি তাঁর নিজের ব্যক্তিগত বিষয়।

তবে আলেয়া কাউকেই এরিয়ে পারবেন না, নেতিবাচক মন্তব্য আসবেই।

আজ রোববার বিয়ের সাত মাসের কম সময়ে মা হলেন আলিয়া, যা আবারও উসকে দিল বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার পুরোনো গুঞ্জনকে।

মে মাসে, ২০১৮ সালে হঠাৎই আরঙ্গ বেদিকে বিয়ের ঘোষণা দিয়ে চমকে দেন নেহা ধুপিয়া।

বিয়ের এক মাস পরেই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিয়ের সময় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button