ব্যাংকে চাকরির প্রস্তুতির সেরা সাজেশন-কৃষ্ণ ঘোষ, সিনিয়র অফিসার (জনতা ব্যাংক লিমিটেড)

ব্যাংকে চাকরির প্রস্তুতির সেরা সাজেশন-কৃষ্ণ ঘোষ, সিনিয়র অফিসার (জনতা ব্যাংক লিমিটেড)
প্রথমে বিগত বছরের প্রশ্ন সহ এক সেট বই কিনুন। শুরু থেকে শেষ পর্যন্ত করুন। একটা সরকারি ব্যাঙ্কের চাকরি, আর একটা বেসরকারি ব্যাঙ্কের চাকরি। এটা পড়ার পর বুঝতে পারবেন আপনার ঘাটতি কোথায়। তারপর সে অনুযায়ী আলাদা আলাদা বই কিনুন। উদাহরণস্বরূপ, আপনি যদি গণিতে দুর্বল হন তবে একটি পৃথক গণিত বই নিন এবং অধ্যায় অনুযায়ী এটি শেষ করুন।
বই প্রিলিমের জন্য কি কি বই কিনবেন:
1. সরকার ব্যাংক কাজের নির্দেশিকা (অধ্যাপক)
2. প্রাইভেট ব্যাঙ্ক কাজের নির্দেশিকা (অধ্যাপক)
3. আরিফুর শব্দভান্ডার
4. খায়রুলের মৌলিক গণিত
5. MP3 বাংলা
6. MP3 সাধারণ জ্ঞান
7. MP3 কম্পিউটার
8. ইংরেজিতে মাস্টার্স
9. কারেন্ট অ্যাফেয়ার্স
প্রথমেই বলে রাখি ব্যাংক পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ দ্বারা নেওয়া হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় অনুষদ, ব্যবস্থাপনা অনুষদ, আইবিএ এবং বিআইবিএম এবং AUST।
এবার আসল কথায় আসা যাক। প্রথমে জানতে হবে কোন বিভাগে কোন ব্যাংকের পরীক্ষা নেবে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে গিয়ে এ বিষয়ে জানতে পারবেন। ওই বিভাগের আগের পরীক্ষার সব প্রশ্ন মুখস্থ করুন, অর্থাৎ অনুশীলন করুন। তাহলে বুঝতে পারবেন কোনটা থেকে প্রশ্ন করা হয়েছে। তারপর সেই অনুযায়ী বই থেকে সেই অধ্যায়ের উপর ভিত্তি করে অধ্যায়টি পড়ুন।
যেগুলো আপনি একেবারেই বোঝেন না সেগুলো বাদ দিন। সব প্রশ্ন গুরুত্ব সহকারে নেবেন না। প্রিলিম পাস করার জন্য আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে না। এত ওয়েবসাইট সার্চ করে লাভ নেই। সমস্ত ওয়েবসাইট দেখে আপনার মাথা জটিল করবেন না। চোখ-কান খোলা রাখুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন।
আগের প্রশ্ন যত বেশি সমাধান করবেন, ততই নিজের দুর্বলতা বুঝতে পারবেন। তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে আগের প্রশ্নগুলো করে। সেখানে আপনি ওয়েবসাইটের প্রশ্নটি খুঁজে পাবেন এবং আপনি যা পাবেন বলে মনে হচ্ছে না তা ছেড়ে দিন। সব প্রশ্ন প্রিলিমের জন্য নয়।
প্রশ্ন সমাধান করার সময় কিছু নোটবুক তৈরি করুন। যেগুলো একটু কঠিন মনে হলেও বারবার উঠে আসে সেগুলো নোট করুন।
1. বাংলা বই
2. ইংরেজি খাতা
3. সাধারণ জ্ঞান বই
4. কম্পিউটার খাতা
এখানে কঠিন সমস্যা নোট করুন. পরীক্ষার আগে দেখুন। অবশ্যই করবেন। অনেক কাজ করবে।
ফাঁক দিয়ে পড়াশোনা করবেন না। কোমর বেঁধে পড়তে বসুন। টার্গেট এক বছর। সাধ্যমত চেষ্টা কর. মনে রাখবেন সবই বৃথা যায়, পরিশ্রম যায় না। শ্রম আপনাকে শীঘ্রই বা পরে, আপনার প্রাপ্যতা এনে দেবে। ছোট বড় সবার কাছ থেকে জানার চেষ্টা করুন। তবে আমি আমার অনেক জুনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। শিক্ষার জন্য ছোট বড় নয়। শুভ ভ্রমণ.
কৃষ্ণ ঘোষ,
সিনিয়র অফিসার (জনতা ব্যাংক লিমিটেড)।