Lyrics

Aka Chilam Chilam Valo Lyrics (একা ছিলাম ছিলাম ভালো)

Aka Chilam Chilam Valo Lyrics Details: 

Dukkho Bilash Lyrics (দুঃখ বিলাশ) Artcell Band Song

একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা
ভোলা মন কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া

তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া
বুঝিনা কেন নিষ্ঠুর হলে
ভাসাইয়া আমায় চোখের জলে
বন্ধুরে ভাসাইয়া আমায় চোখের জলে

ভাল যে বাসিয়া গেলা কেন চলিয়া

ভাল যে বাসিয়া গেলা কেন চলিয়া
আজো এলেনা ফিরে ……
ভাসাইয়া আমায় চোখের জলে
বন্ধুরে ভাসাইয়া আমায় চোখের জলে

একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা………

একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা

একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা
আমি কোনখানে যাব গেলে তোমারে পাব
আমি কোনখানে যাব গেলে তোমারে পাব
বুঝিনা কেন নিষ্ঠুর হলে
ভাসাইয়া আমায় চোখের জলে
বন্ধুরে ভাসাইয়া আমায় চোখের জলে

একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা………

একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা
ভোলা মন কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া
তুমি কার দেখা পাইয়া গেলা শপথ ভুলিয়া
বুঝিনা কেন নিষ্ঠুর হলে
ভাসাইয়া আমায় চোখের জলে
বন্ধুরে ভাসাইয়া আমায় চোখের জলে

নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিলে …..

নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিলে
ভুলিবেনা মোরে বন্ধু এ জীবন গেলে
নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিলে
ভুলিবেনা মোরে বন্ধু এ জীবন গেলে
ভোলা মন কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া
তুমি কার দেখা পাইয়া গেলা শপথ ভুলিয়া
বুঝিনা কেন নিষ্ঠুর হলে
ভাসাইয়া আমায় চোখের জলে
বন্ধুরে ভাসাইয়া আমায় চোখের জলে
ভাসাইয়া আমায় চোখের জলে
বন্ধুরে ভাসাইয়া আমায় চোখের জলে

Aka Chilam Chilam Valo Lyrics:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button