Amaro Chilo Sob ekdin lyrics – আমারো ছিলো সব একদিন
Amaro Chilo Sob ekdin lyrics Details:
Song : Amaro Chilo Sob Ekdin
Singer : Hujaifa Islam
Lyric & Tune : M Kamruzzaman
Music Direction : Muhammad Badruzzaman
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
Video Director : H Al Haadi
Koto Janajar Porechi Namaj Lyrics (কতো জানাযার পরেছি নামাজ)
Amaro Chilo Sob ekdin lyrics
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই।
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই
সব কিছু হয়ে গেছে বিরান মরু
সব কিছু হয়ে গেছে বিরান মরু
কান্নার জল টুকো চোখে নে—ই
আজ আমার নেই কিছু নেই
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই
জানি না কি দোশ ছিলো আমার বাবার
মায়েরো স্বপ্ন ছিলো বেঁচে থাকার
জানি না কি দোশ ছিলো আমার বাবার
মায়েরো স্বপ্ন ছিলো বেঁচে থাকার
ছোট দুটি বোন ছিলো ফুলের মতো
ছোট দুটি বোন ছিলো ফুলের মতো
ঘাতকের আঘাতে তারাও নেই ।
আজ আমার নেই কিছু নেই
আমারো ছিলো সব এক–দিন,
আজ আমার নেই কিছু নেই।
কত যে অনাথ শিশু আমার মত
মুখ বুঝে কাঁদে আর খুজে স্বজন
কত যে অনাথ শিশু আমার মত
মুখ বুঝে কাঁদে আর খুজে স্বজন
হায়নারা বারুদের গন্ধ ছড়ায়।
হায়নারা বারুদের গন্ধ ছড়ায়।
ধম নেয়ার মত বাতাসো নেই
আজ আমার নেই কিছু নেই।
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই
তোমরা যারা আছো নানান দেশে
সাজনের মায়া ভরা পরিবেশে
তোমরা যারা আছো নানান দেশে
সাজনের মায়া ভরা পরিবেশে
আমাদের লাগি শুধু দুয়া করো
আমাদের লাগি শুধু দুয়া করো
জীবনের সাধ যেন পাই এখানে।
আজ আমার নেই কিছু নেই।
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই
আমারো ছিলো সব একদিন,
আজ আমার নেই কিছু নেই