Lyrics

Ami Chand Ke Boli Tumi Sundor Nou Lyrics

Ami Chand Ke Boli Tumi Sundor Nou Lyrics Details:

Song- Ami Chad Ke Boli Tumi Sundor Nou
Singer – Shahabuddin Shihab
Lyrics – Kabir Al Mamun
Tune – Mahfuz Mamun
Solo Album- Shopno Amar Bangladesh
Released Year – 2013
Produce – Shahabuddin Shihab Official
This Video Edit- Bangla Islamic World

Obosthan Lyrics (অবস্থান লিরিক্স)

এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি শুধুমাত্র বাংলাদেশেই নয় , বাংলাদেশ বাদেও ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে যেমন – পশ্চিমবঙ্গ , ত্রিপুরা, আসাম, মেঘালয়া, মিজরাম, উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্যে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি চরম জনপ্রিয়তা লাভ করেছে।এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি শুধুমাত্র বাংলাদেশেই নয় , বাংলাদেশ বাদেও ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে যেমন – পশ্চিমবঙ্গ , ত্রিপুরা, আসাম, মেঘালয়া, মিজরাম, উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্যে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও লিরিক্স এই ইসলামিক গজল বা ইসলামিক সংগীত – টি চরম জনপ্রিয়তা লাভ করেছে।

Ami Chand Ke Boli Tumi Sundor Nou Amar Mayer Moto Lyrics:

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
মা যে আমার সবার সেরা
অনন্ত কাল অবিরত।।

হীরা নাকি শুনি সবচে দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি
আমার মায়ের আঁচল
মাকে ছেড়ে চাই না আমি
হিরা মানিক কত শত।।

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
আমি গোলাপ কে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।

মা যে হলো প্রেম মমতায়
বিধাতার সেরা উপমা
হয় না কভূ মায়ের সাথে
অন্য কারো তুলনা
মার পরশে যায় যে মুছে
ব্যাথাও বেদনা যত।।

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপ কে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।।

গীতিকারঃ কবির আল মামুন
সুরকারঃ মাহফুজ মামুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button