Ami Kar Ke Amar Lyrics (আমি কার কে আমার) By Subhamita Banerjee
Ami Kar Ke Amar Lyrics by Subhamita Banerjee
Ami Kar Ke Amar Lyrics. The Song Is Sung by Subhamita Banerjee. Music Composed by Dev Goutam. Song Written by Sabri Saberin.
Song : Aami Kaar Ke Aamar
Artist : Subhamita Banerjee
Lyrics : Sabri Saberin
Music composed by : Dev Goutam
Mixing & Mastering : Sanjoy Ghosh
Recordist : Soumen Paul
Key-board : Partha Paul
Pinjirar Pakhi Lyrics (পিঞ্জিরার পাখি) By Tanjib Sarowar
Ami Kar Ke Amar Lyrics
আমি কার কে আমার
কি যে তার আমি হই,
কানামাছি কাছাকাছি দূরে-দূরে আমি রই,
প্রেমহীন সংসার আহা সোনামুখী সুঁই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই।
কত সুখে আছি বেঁচে বিধাতা কী জানে
গৃহ আছে দাহ আছে শীতল শয়ানে,
কত সুখে আছি বেঁচে বিধাতা কী জানে
গৃহ আছে দাহ আছে শীতল শয়ানে,
অবহেলায় পড়েছে ঝরে টবে ফোটা জুঁই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই।
আমি কার কে আমার
কি যে তার আমি হই,
কানামাছি কাছাকাছি দূরে-দূরে আমি রই।
এক বুক অভিমান বিধাতার কাছে
টলোমলো দুই চোখ জলে ভরে আছে,
এক বুক অভিমান বিধাতার কাছে
টলোমলো দুই চোখ জলে ভরে আছে,
কে যে কার কেউ তার জানিনা কিছুই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই।
আমি কার কে আমার
কি যে তার আমি হই,
কানামাছি কাছাকাছি দূরে-দূরে আমি রই।
আমি কার কে আমার লিরিক্স – শুভমিতা ব্যানার্জী :
Ami kar ke amar
Ki je tar ami hoi
Kanamachi kachakachi
Dure dure ami roi
Premheen songsare
Aaha sonamukhi sui
Jiboner aborone moron ke ami chui
আমি কার কে আমার লিরিক্স
Who am I?
What I am,
I roam far and wide near Kanamachi,
Loveless family aha sonamukhi needle
I touch death in the cover of life.
Bidhata knows how happy I am
There is a house, there is a fire, there is a cool bed,
Bidhata knows how happy I am
There is a house, there is a fire, there is a cool bed,
Jasmine has fallen into the neglected tub
I touch death in the cover of life.
Who am I?
What I am,
I roam far and wide near Kanamachi.
One book to the arrogant bidhata
Tolomlo two eyes filled with tears,
One book to the arrogant bidhata
Tolomlo two eyes filled with tears,
I don’t know who is who
I touch death in the cover of life.
Who am I?
What I am,
I roam far and wide near Kanamachi.