Asmane Jaio Na Re Bondhu Lyrics By Shaila Sabrin
Asmane Jaio Na Re Bondhu Lyrics Details:
Asmane Jaio Na Re Bondhu Lyrics From Pagol Hasan
Song Credit:-
Song: Asmane Jaiona Re Bondhu (আসমানে যাইওনারে বন্ধু)
Singer: Shaila Sabrin
Lyric & Tune : Pagol Hasan
Music: F A Sumon
Language: Bangla
Label: Agniveena
Asmane Jaiona Re Bondhu Lyrics In Bangla:
আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়!!
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়!!
বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও!!
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও
ও বন্ধুরে………
সতী নারীর পতি যেমন পর্বতেরই চূড়া
অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গোড়া!!
তুমি নায়ের গলই হইও রে বন্ধু
নায়ের গলই হইও!!
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও!!
ও বন্ধুরে…….
না করিয়া পাগল হাসান কূল কলঙ্কের ভয়
প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময়!!
তুমি দয়াময়ী হইও রে বন্ধু
দয়াময়ী হইও!!
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও!!
আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়!!
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়!!
বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও!!
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও