Behaya Song Lyrics (বেহায়া) Lagnajita Chakraborty
Behaya Song Details:
Song: Behaya
Film: Ekannoborti
Singer: Lagnajita Chakraborty
Composer: Mainak Mazoomdar
Lyrics: Nilanjan Chakraborty
Starring: Alaknanda, Aparajita, Sauraseni, Ananya, Mainak
Behaya Song is from the movie Ekannoborti. Behaya Song has been sung by Lagnajita Chakraborty.
Aro Ekbar Cholo Fire Jai Lyrics (আরো একবার চলো ফিরে যাই) – Rupam Islam
Behaya Song Lyrics:
আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে (×২)
আমাদের গল্পগুলো…
আমাদের গল্পগুলো
এক লাফেতেই আকাশ ছোঁয়া
আসমানী রং মাখতো
জাদুর ছড়ি দিয়ে
বোবা সব মুহূর্তদের
শুনতো কথা চুপটি করে
বলে নাকি ঘর বানাবে
রামধনুদের নিয়ে
আমাদের গল্পগুলো…
আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে
একখানা জাহাজ বাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু
কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখব তাতে
আমাদের ইচ্ছে ছিল
হারিয়ে যাব ইচ্ছে করেই
নিজেদের মন ভাঙব
নিজেই নেব জুড়ে
জীবনের নতুন বানান
লিখব দুজন আজীবনে
প্রেমে রোজ শব্দ বসুক
খামখেয়ালের সুরে
আমাদের গল্পগুলো…
আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে
বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে…
Amader golpo gulo Lyrics:
Amader golpo gulo
Alpo somoy ghor patalo
Tarpor poth haralo
Tomay amay niye
Agey jodi bujhto tara
Moner nodir tol pabe na
Behaya mukh porato
Onno kothao giye
Amader golpogulo
Ek lafetei akash chowa
Ashmani rong makhto
Jadur chori diye
Boba shob muhurtoder
Shunto kotha chupti kore
Bole naki ghor banabo
Ramdhanuder niye