Lyrics

Bhalobashi Tomay Lyrics (ভালোবাসি তোমায়) By Lagnajita

Bhalobashi Tomay Lyrics by Lagnajita And Ranajoy

Bhalobashi Tomay Lyrics Song Is Sung by Lagnajita Chakraborty And Ranajoy Bhattacharjee. Valobashi Tomay Lyrics In Bengali Written Shahdab Akbar Labu Choudhury.

Song : Bhalobashi Tomay
Singer : Lagnajita Chakraborty &
Ranajoy Bhattacharjee
Lyrics : Shahdab Akbar Labu Choudhury
Tune : Ranajoy Bhattacharjee
Mixing & Mastering : Anirban Ganguly
Music Arranged & Produced by : Ranajoy Bhattacharjee
Label : G Series

Hariye Jao Jodi Bhire Lyrics (হারিয়ে যাও যদি ভিড়ে) By Anupam Roy

Bhalobashi Tomay Song Lyrics In Bengali

ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে

বেঁধেছি ঘর হৃদয়ের পর
গাঢ় সবুজ ওই গহীন বনে মোর,
শুধু তুমি আর আমি
আমরা দু’জন রবো সেথায় কাল কালান্তর।

রবে না দেহ, রবে শুধু মন
রবে ভালোবাসা অনন্ত জীবন।
যেমন আছি তেমনই রবো
অন্তহীন শ্রোত-ধারার মতো।

ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে
ভালোবাসি তোমায়, ভালোবাসি।।

কখনো নাইবো ঝর্ণা ঝরায়
বাইবো মোরা পাহাড় ঘেঁষা
শীতল নদী ধারায়।
কোমর বিছা নুপুর পায়ে
সিঁদুর রঙা শাড়ি পরে,

চলবে তুমি ঘন সবুজ
আঁকাবাঁকা পাহাড় ধরে,
নয়ন মেলে দূর থেকে আমি
শুধু দেখবো তোমায় হৃদয় ভরে।

ভালোবাসি তোমায়,
ভালোবাসি।।

উড়বো মোরা নীল আকাশে
হাতে হাত ধরে,
কখনো ভাসবো সাদা মেঘ ভেলায়
দু’জনে দুজনার হয়ে।

চলে গেলে সবাই মিলে যায়
তারার মিছিলে,
আমরা বেড়াবো চাঁদের আলোয়
জানা অজানার মাঝে।

সূর্য হয়ে আলো দেবো তোমায়
চন্দ্র হয়ে দিও তোমার পরশ আমায়,
মায়ার বাঁধনে বেঁধেছি মন
ভালোবাসা দিয়ে যাবো তোমায়
সারাটা জীবন।

ভালোবাসি তোমায়
অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে,
ভালোবাসি তোমায়, ভালোবাসি।।

ভালোবাসি তোমায় লিরিক্স  লগ্নজিতা চক্রবর্তী

Bhalobashi Tomay
Ontore ontore sarata hridoy jure
Bedhechi ghor hridoyer por
Garo sobuj oi goheen bone mor

Shudhu tumi aar ami
Amra dujon robo sethay kaal kalantor
Robe na deho robe shudhu mon
Robe valobasha ononto jibon

Jemon achi temoni robo
Ontoheen shrot dharar moto
Valobashi Tomay
Antore antore sarata hridoy jure

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button