Lyrics

Boshonto Eshe Geche Lyrics By Lagnajita Chakraborty

Boshonto Eshe Geche Song Details:

Movie Name: Chotushkone (2014)
Song Name: Boshonto Eshe Geche (বসন্ত এসে গেছে)
Singer: Lagnajita Chakraborty
Music/Lyricist: Anupam Roy
Directed by: Srijit Mukherji
Music Label: T-Series

Na Bola Kotha Lyrics (না বলা কথা) Eleyas Hossain

Boshonto Eshe Geche Lyrics In Bengali:

বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে,
বসন্ত এসে গেছে
মধুর অমৃতবানী বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

গগনের নভোনীলে মনেরও গোপনে
বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ
পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায়,
কোকিলের কুহু তান ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু
আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে।
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামি
আমার কাছে, তোমার কাছে,
আমার কাছে, বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে ..

বসন্ত এসে গেছে লিরিক্স – লগ্নজিতা চক্রবর্তী, অনুপম রায় :

Batashey bohiche prem
Noyone lagilo nesha
Kara je dakilo piche
Bawshonto eshe geche
Modhur-o amrito baani
Bela gelo shohojei
Moromey uthhilo baaji
Basanta eshe geche
Thaak tobo bhuboner
Dhuli makha chorone
Matha noto korey robo
Ei bosonter onek jonmo aagey
Tomay prothom dekhechilam ami
Hete-chilem niruddesh-er paaney
Shei bosonto ekhon vishon daami
Amar kache, Tomar kache
Bawshonto eshe gechhe

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button