Lyrics

Dhushor Shomoy Lyrics By Artcel

Dhushor Shomoy Lyrics by Artcell Band :

Dhushor Shomoy Song Is Sung by Lincoln from Oniket Prantor Artcell Band Album Song.

Song : Dhushor Shomoy
Album : Oniket Prantor
Band : Artcell
Vocal & Guitar : Lincoln
Lyrics : Rumman Ahmed
Guitar : Ershad
Bass : Cezanne
Drums : Saju
Label : G Series

Jhoom Song Lyrics By Minar Rahman

Dhushor Shomoy Song Lyrics In Bengali :

নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে হে …

আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে,
জীবনের কাঁটাতারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়,
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল ..
আকাশের শূণ্যতায় ..

তবু আমি…
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে
স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে,
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশায়,
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে
স্বপ্নের প্রতিবিম্ব ভাঙ্গে,
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশায়।

আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে,
জীবনের কাঁটাতারে তুমি
অন্তমিলের অপূর্ণতায়,
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল ..
আকাশের শূণ্যতায় ..

ধূসর সময় লিরিক্স – আর্টসেল ব্যান্ড :

Nona shopne gora tomar smriti
Shoto rong e rangiye mitthe kono spondon
Aalor niche je adhar khela kore
Se adhare shorir meshale he
Aaj ami dhushor ki rongeen somoye
Potha harai tomate
Jiboner katatare tumi
Ontomiler opurnotay
Bewarish ghuri ure jao onabil
Akasher Shunnotay
Tobu Ami
Ki khuji manusher bishader chokhe
Kothay aalor utshobe
Shopner protibimbe vange
Eka eka ami thaki daraye
Smritir jhoro batase
Dujonar shorir meshay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button