Lyrics

Din Gelo Tomar Potho Chahiya Song Lyrics (দিন গেলো তোমার পথ চাহিয়া লিরিক্স)

Din Gelo Lyrics by Habib Wahid :

Din Gelo Song is Sung by Habib Wahid Bangla Song Featuring: Monalisa. 

Song : Din Gelo Tomar Patha Chahiya
Singer : Habib Wahid
Album : Moina Go

Ki Jala Diya Gela More Lyrics (কি জালা দিয়ে গেলা মোরে) – Hridoy Khan

Din Gelo Tomar Potho Chahiya Song Lyrics :

দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া।
সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।

যার লাগি তরী বেয়ে যাই
জীবন গতি সেই জনা কি রেখেছে খবর?
কার তরে গান গেয়ে যাই, অচেনা সুরে
বুঝিনা কে বা আপন কে বা পর।

যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়।
ও যারে হায় এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা।

সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।

যারে ভাবি প্রতি রাতে
আর ইশারাতে
তোমারে খুঁজে যাই স্বপনে।
আশার পথ চেয়ে রই
প্রতিটি প্রহর
কখনো বা শ্রাবণ আনমনে।

যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়।
ও যারে হায় এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা।

সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।

দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া।
সহেনা যাতনা তোমার আশায় বসিয়া,
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া।
পুড়ি আমি আগুনে, ও ও ও..
দিন গেল তোমার পথ চাহিয়া।

দিন গেলো তোমার পথ চাহিয়া লিরিক্স :

Din Gelo Tomar Potho Chahiya
Mon pure shokhigo kar lagiya
Sohe na jatona tomaro ashay boshiya

Manena Kichute mon amar jay je kaadiya
Puri ami agune o ho ho
Din Gelo Tomar Potho Chahiya
Jaar laagi tori beye jay

Jibon gotir shei jona ki rekheche khobor
Kaar tore gaan geye jai
Ochena shure buji na keba apon keba por
Jaar kotha kotha mon vebe jay

Jaar chobi mon dekhe jai
O Jare hay mone chay
Jibone pabo ki taar dekha..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button