Durpallar Gari Lyrics (দূরপাল্লার গাড়ি) By Moontasir Rakib
Durpallar Gari Lyrics by Moontasir Rakib
Durpallar Gari Song Is Sung by Moontasir Rakib. Durpallar Gari Lyrics Written by Moontasir Rakib. Durpallar Gari Lyrics দূরপাল্লার গাড়ি Song Is Sung by Moontasir Rakib. The Song Centers On Each Image Seen Through The Bus Window In The Middle Of The Student’s Journey Home From The Dormitory. Durpallar Gari Lyrics Written by Moontasir Rakib.
Song : Durpallar Gari
Lyrics and Vocals : Moontasir Rakib
Guitars : Ektedar Sakin
Bass : Tahmid Rayan
Bhalobashi Na Lyrics (ভালোবাসি না) By Miraz
Durpallar Gari Song Lyrics In Bengali :
ঘুড়ি,
সুতাকাটা ঘুড়ি।
কেহ তবে দেখিয়েছে বড় বাহাদুরি।
ছোট খাটো মানবের দল পিছু ছুটছে,
কোন বেটা ঘুড়ি কাটা হাতানোর ইচ্ছে।
পানি,
নদী ভরা পানি।
একি? দেখি কলশি হাতে কত রাণী।
পানিভরা কলসি কোমরে বসাচ্ছে,
এক রাণী বকছে, সব রাণী হাসছে।
ক্ষণিকন পর, যাত্রাটা স্থির,
মনে হয় ওই দূরে যানজট ভীর,
থেমে থাকা বাধ্য রেলগাড়ি অবাধ্য,
রেল গাড়ি থামানোর নেই মোর সাধ্য।
রেলঘাট পার, দেখা চায়ের টং
সবগুলো দেখে কিছু রমণীর ঢং।
কেহ দেখি হাসছে, চায়ে কি ডুবাচ্ছে
এক রাণী কলেজের পড়াটা বুঝাচ্ছে।
ব্যাগভরা বই, যাচ্ছি যে বাড়ি
মনে মনে কতশত রঙ বাহাদুরি,
শার্ট এর বাম দিকে রেখেছি টিকেট
যাত্রাটা বড় দূরপাল্লার গাড়ির।।
গাড়ি চলে, ঘন্টা ধরে,
চোখ খুলে দেখি সুর্য হেলে পড়ে,
বেলাশেষে চন্দ্র, করেনি কো অন্ধ,
পথ দেখা সোজা, লাগছে আনন্দ।
উড়ে, বাদুরেরা উড়ে
গাছের ঢাল ধরে উলটো ঝুলে।
আহা কি নিস্তব্ধ এ কোন শহর
গাছের রাজত্বে নেই কোন বহর৷
খুব দ্রুত গাড়ি মোর ছুটছে
ড্রাইভার ঘুমহীন টিকা খেয়ে ভুগছে৷
ক্ষনিকর পর, কমে গেলো গতি
এই বুঝি হলো শেষ যাত্রা বিরতি।
কিছু দুর পর, দেখা যাবে বাড়ি
এই তবে স্মৃতি দূর পাল্লার গাড়ির,
কিছু দুর পর, দেখা যাবে বাড়ি
এই তবে স্মৃতি দূর পাল্লার গাড়ির।
ব্যাগ ভরা বই, যাচ্ছি যে বাড়ি
মনে মনে কতশত রং বাহাদুরি,
শার্ট এর বাম দিকে রেখেছি টিকেট
যাত্রাটা বড় দূরপাল্লার গাড়ির।।
দূরপাল্লার গাড়ি লিরিক্স – মুনতাসির রাকিব
Ghuri, sutakata ghuri
Keho tobe dekhiyeche boro bahaduri
Choto khato manober dol pichu chutche
Kon beta ghuri kata hatanor icche
Pani, nodi bhora pani
Eki dekhi kolshi haate koto rani
Panibhora kolsi komore bosacche
Ek rani bokche sob rani hasche
Bag vora boi jacchi je bari
Mone mone kotoshoto rong bahaduri
Shirt er baam dike rekhechi tickit
Jatra ta boro durpallar garir
Durpallar Gari Lyrics
Dragon,
Spinning kite.
Someone, however, has shown great bravery.
A small group of people are chasing,
No beta wants to cut the kite.
Water,
River full of water.
The same? Let’s see how many queens are in the jug.
The water jug is sitting at the waist,
One queen is talking, all the queens are laughing.
After a while, the journey stopped,
It seems that the traffic is heavy,
The train that is forced to stop is disobedient,
I can’t stop the train.
Cross the railway station, see the tea tong
Seeing all this, the attitude of some women.
I see someone smiling, wanting to drown
One queen means going to college.
Books full of bags, going home
How many colors of bravery in my mind,
I put the ticket on the left side of the shirt
The journey is a long distance car.
The car drove, for hours,
I opened my eyes and saw the sun tilting,
After all, the moon is not blind,
It’s easy to see the path, it feels like joy.
Fly, bats fly
Hanging upside down on the slope of the tree.
Ah, what a quiet city
There is no fleet in the kingdom of trees
My car is running very fast
The driver is suffering from sleepless vaccination
After a while, the speed decreased
This understanding is the last journey break.
After some distance, the house can be seen
This is but the memory of a long-range car,
After some distance, the house can be seen
This is the memory of a long-range car.
Books full of bags, going home that
How many colors of bravery in my mind,
I put the ticket on the left side of the shirt
The journey is a long distance car.