Ektukhani Thaki Lyrics (একটুখানি থাকি) By Iman Chowdhury

Ektukhani Thaki Lyrics from Tomar Pashe Hatte Diyo

Ektukhani Thaki Lyrics Is Sung by Iman Chowdhury And Atiya Anisha from Tomar Pashe Hatte Diyo Bangla Natok. Starring: Sunerah Binte Kamal And Khairul Basar.

Song : Ektukhani Thaki
Drama : Tomar Pashe Hatte Diyo
Singer : Iman Chowdhury & Atiya Anisha
Lyrics : Pulak Anil
Music : Iman Chowdhury
Directed by : Anam biswas
Label : Closeup Bangladesh

Ore Grihabasi Lyrics (ওরে গৃহবাসী) By Rabindra Sangeet

Ektukhani Thaki Song Lyrics In Bengali

তোমার কাছাকাছি
আর একটুখানি থাকি,
তোমার জোড়াচোখে চোখ দুটো
প্লিজ রাখি।

তোমার পাশাপাশি
আর একটু পথ হাঁটি,
না হয় আজ ফিরতে বাড়ি
হলো রাতি।

এখনো তো কত কথা বলার আছে বাকী
তোমার কাছাকাছি একটুখানি থাকি,
একটু খানি থাকি হুঁ হুঁ হুঁ..

ইচ্ছে করে লুকিয়ে রাখি
তোমায় বুকের পাঁজরাতে,
অদেখা এক জোছনা দেখি
তুমুল যুগল মাঝরাতে,

এখনো তো কত রাত্রি
জাগার আছে বাকি,
তোমার কাছাকাছি আর একটুখানি থাকি।

তুমি কাতর আমার হাতে
তোমার দু’হাত রেখে,
ইচ্ছে করে মরে যাই
বেঁচে থাকার ভীষণ সুখে।

এখনো তোমার সাথে লক্ষ যুগ বাঁচা বাকী
তোমার কাছাকাছি একটুখানি থাকি।

তোমার কাছাকাছি
আর একটুখানি থাকি,
তোমার জোড়াচোখে চোখ দুটো
প্লিজ রাখি।

তোমার পাশাপাশি
আর একটু পথ হাঁটি,
না হয় আজ ফিরতে বাড়ি
হলো রাতি।

এখনও তো কত কথা বলার আছে বাকী
তোমার কাছাকাছি একটুখানি থাকি,
একটু খানি থাকি হুঁ হুঁ হুঁ..

একটুখানি থাকি লিরিক্স – তোমার পাশে হাঁটতে দিও

Tomar kachakachi
Aar ektukhani thaki
Tomar jorachokhe chokh duto
Please rakhi
Tomar pashapashi

Aar ektu poth hanti
Na hoy aaj firte bari holo raati
Ekhonoto koto kotha bolar ache baki
Tomar kachakachi ektu khani thaki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *