Karone Okarone Lyrics By MINAR RAHMAN

Ami Tomar Didhai Bachi Song Lyrics:

Karone Okarone Lyrics In Bangla. The song is sung by Minar Rahman. 

Song: Karone Okarone
Singrer: Minar Rahman
Lyric: Isteaque Ahmed
Music Composer: Minar Rahman
Music Arrangement: Shaker Raza
Music Label: Eagle Music

Fagun Haway Haway Lyrics (ফাগুন হাওয়ায় হাওয়ায়) Rabindra Sangeet

Karone Okarone Lyrics In Bangla :

কারণে অকারণে নিষেধে বা বারণে
তোমার নামেই যতো জোছনা নিলাম
নিয়মে অনিয়মে দহনে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম

কারণে অকারণে নিষেধে বা বারণে
তোমার নামেই যতো জোছনা নিলাম
ভেতরে বাহিরে দহণে বা ধারণে
আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে
যেন সবই কোথায় হারিয়ে..

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই..

জলেতে বা আগুনে বর্ষা বা ফাগুনে
তোমার নামে যত মেঘেদের গান
জাগরণে মিছিলে কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাবো নিয়ে অভিমান (x2)

চোখে জল নোনা কি
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা দাঁড়িয়ে
আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে
যেন সবই কোথায় হারিয়ে..

আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই..

Karone Okarone Song Lyrics in Benglish :

Karone okarone nishede ba barone
Tomar namei joto jochona nilam
Niyome oniyome dohone ba dharone
Amay nikhoj vabo ba pashei chilam

Chokhe jol nona ki Niye gelo jonaki
Keno ami pothe eka dariye
Aalo-der piyone sodium niyone
Jeno shobi kothay hariye…

Ami tomar didhay banchi
Tomar didhay pure jaai
Emon didh ar prithibi-te
Tomay cheyechi purotai..
Ami tomar shopne baachi
Tomar swapne pure jaai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *