Lyrics

Mathay Ajhor Brishti Niye Lyrics (মাথায় অঝোর বৃষ্টি নিয়ে) By Ekalabya Band

Mathay Ajhor Brishti Niye Lyrics by Ekalabya Band

Mathay Ajhor Brishti Niye Lyrics Song Is Sung by Rajorshi Seal from Ekalabya Bangla Band. Music composed by Tunai Debasish Ganguly And Mathay Ojhor Brishti Niye Bengali Song Lyrics Written by Rajib Chakraborty.

Song : Mathay Ojhor Bristi Niye
Album : Aar Ek Arambher Gaan (2002)
Band Name : Ekalabya
Singer : Rajorshi Seal
Lyrics : Rajib Chakraborty
Music : Tunai Debasish Ganguly
Music Arrangement : Tapas Roy
Label : Sagarika Music

Akash Amay Bhorlo Aloy Lyrics (আকাশ আমায় ভরলো আলোয়) From Rabindrasangeet

Mathay Ajhor Brishti Niye Song Lyrics In Bengali

মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
জ্যোৎস্না এলো গভীর রাতে জুড়িয়ে দিয়ে জ্বালা।

মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
জ্যোৎস্না এলো গভীর রাতে জুড়িয়ে দিয়ে জ্বালা।
কিছু কথা হাওয়ার বুকে, কিছু কথা জলে
কিছু কথা গুমরে মরে স্মৃতির খেয়ালে।

আমি এখন পোড়া মাটি,
হিম কন্যা ঘুমাও বিদেশে,
আমি এখন পোড়া মাটি,
হিম কন্যা ঘুমাও বিদেশে।

দিন ছিল সব বাঁধনহারা, ঘূর্ণি ছিলো মনে
প্রথম দেখার বর্ষা এলো, মেঘের আলাপনে।

মনের ভাষা সেদিন যখন, মুখের ভাষা হলো
পা বাড়াতেই আমার শহর, ভীষণ এলোমেলো।

হারালো সেই রাঙা বিকেল,
পথের বাঁকের শেষে।
আমি এখন পোড়া মাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে।

শান্ত দুপুর, নিঝুম শহর, বেঁচে থাকার ঘর
ছই ভেসে যায় বুকের ভেতর, গভীর সরোবর।

এই কি সুখ ভালোবাসার, একা এবং একা
স্বপ্নে পাওয়া পাগল হাওয়া, আড়াল করে রাখা।
আড়াল ভেঙ্গে ভিড়ের মাঝে, সবই গেলো মিশে
আমি এখন পোড়ামাটি হিম কন্যা ঘুমাও বিদেশে।

মাথায় অঝোর বৃষ্টি নিয়ে লিরিক্স

Mathay ojhor brishti niye bedhechilam chala
Jyoshna elo gobhir raate juriye diye jwala
Kichu kotha hawar buke kichu katha jole
Kichu katha gumre more smritir deale

Ami ekhon pora mati him konya ghumao bideshe
Din chilo sob badhonhara ghurni chilo mone
Prothom dekhar borsha elo megher alapone
Moner bhasha sedin jokhon mukher bhasha holo

Paa baratei amar shohor vishon elomelo
Haralo sei ranga bikel pother banker seshe
Ami ekhon poramati heem kanya ghumao bideshe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button