Lyrics
Meghomilon Lyrics (মেঘ মিলন) By Tanjib Sarowar
Meghomilon Lyrics:
Singer: Tanjib Sarowar & Shoma
Singer: Rafa
Song Writer: Tanjib Sarowar
Dube Dube Valobashi Lyrics (ডুবে ডুবে ভালোবাসি লিরিক্স) Tanjib Sarowar Song
মেঘ মিলন Lyrics in Bangla:
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করো না
মন চায় তোমায় আজই রাতে
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করো না
মন চায় তোমায় আজই রাতে
বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
ভিজেছি আমি একাই
আসতো যদি বিভীষিকা
খুঁজেও পেতে না আমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করো না
মন চায় তোমায় আজই রাতে
রাতে… রাতে…
ঝুম ঝুম পাতালি হাওয়ার সাথে
খুঁজেছি শুধুই তোমায়
পিছাতে পারেনি ঝড়ো হাওয়া
খুঁজেই নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান
মন চায় তোমায় কাছে পেতে
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজই রাতে
রাতে… রাতে…