Lyrics

Moddhorate Lyrics (মধ্যরাতে) By Taalpatar Shepai Song

Moddhorate Lyrics by Taalpatar Shepai

Moddhorate Lyrics by Pritam Das from Taalpatar Shepai. Music Composed by Pritam Das And Moddhoraate Dakle Diyo Sara Lyrics Written by Kritee Roy. Drums, mixing & mastering by Biswajyoti chakraborty.

Song : Moddhorate
Vocal, Composer, piano, E.piano : Pritam Das
Lyricist : Kritee Roy
Arrangement : Taalpatar Shepai
Bass : Suman Ghosh
Artwork : Riya Das

Kotodur Lyrics (কতদূর) By Adverb Bangla Band

Moddhorate Song Lyrics In Bengali

মধ্যরাতে ডাকলে দিও সাড়া
চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া।
তুমিও একা ঘুমিয়ে আছো দূরে,
গান লিখেছো অভিমানের সুরে..

এখন চোখে গ্রামীণ কোনো নদী
ভয়েই থাকি হারিয়ে গেলো যদি।
রাত নেমে যায় তালপাতাদের ঘরে
আদর বাড়ে ঝিঁঝিঁ পোকার স্বরে।

দাবার গুটি একলা দান
আলতো সুরে গাইছি গান,
ঘরে ফেরার চিঠির আশায় আশায়।

স্মৃতির শহর ঘুমিয়ে তাও
চাইছে তুমি ডাক পাঠাও,
আমার বুকে ভালো থাকার বাসায়।

তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারি
জিতবো ভেবেও হারছি প্রতিবারই।
আমার আঙুল লিখছে যেন আড়ি
তুমিও ভীষণ জেদি, অহংকারী।

শহর ছেড়ে সরীসৃপ এই পথে
নদীও যেন বইছে নিজের মতে।
দ্বন্দ্বগুলো পুড়িয়ে কালো রাতে
ভাবছি যদি ফিরতে আমার সাথে।

দাবার গুটি একলা দান
আলতো সুরে গাইছি গান,
হাওয়ার মত বইছি ধীরে ধীরে।

শেষের পরেও ভাবছি তাও
চাইছি শুরুর ডাক পাঠাও
হাতটা ধরে বসবো নদীর তীরে।

রাত পুড়ে যায় জ্যোৎস্না মাখা তাপে
চোখের পাতা তোমায় ভেবেই কাঁপে।

মধ্যরাতে লিরিক্স – তালপাতার সেপাই

Moddhoraate dakle diyo sara
Chander aaloy bandh venegeche para
Tumio eka ghumiye acho dure
Gaan likhcho obhimaner sure

Ekhon chokhe gramin kono nodi
Bhoyei thaki hariye gelo jodi
Raat neme jaay talpatader ghore
Ador bare jhijhi pokar sware

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button