Mone Pore Ruby Roy Lyrics (মনে পড়ে রুবি রায়) R D Burman
Mone Pore Ruby Roy Lyrics by R D Burman :
Mone Pore Ruby Roy Lyrics Is Sung by R D Burman. Music Composed by Rahul Dev Burman
Song : Mone Pore Ruby Roy
Singer : R.D.Burman
Music Director : Rahul Dev Burman
Lyricist : Sachin Bhowmick
Label : Saregama India Ltd
Bolo Amay Kokhono Chere Jabena lyrics (বলো আমায় কখনো ছেড়ে যাবেনা) Mahtim Shakib
Mone Pore Ruby Roy Song Lyrics In Bengali :
মনে পড়ে রুবি রায়,
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে।
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
দ্বীপ জ্বলা সন্ধ্যায়,
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি,
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি,
ও পাখি সেতো আসে নি, তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবি রায়,
মনে পড়ে রুবি রায় …
মনে পড়ে রুবি রায় লিরিক্স – রাহুল দেব বর্মন :
Mone pore ruby roy kobitay tomake
Ekdin koto kore dekechi
Aaj hay rubi roy deke bolo amake
Tomake kothay jeno dekhechi
Mone pore rubi roy kobitay tomake
Ekdin koto kore dekechi
Rod jola dupure sur tule nupure
Bus theke tumi jobe nabte
Ekti kishor chele eka keno dariye
Se kotha ki konodin bhabte
Deep jwola sondhay hridoyer janalay
Kannar khacha sudhu rekhechi
O pakhi se toh ashe ni
tumi valobesho ni
Swapner jaal britha bunechi