Lyrics

Pera Nai Chill Lyrics By Sheikh Sadi

Pera Nai Chill Song Information:

Pera Nai Chill Lyrics is sung by Shiekh Sadi & Purnoy Hoq. Music Composed by Alvee Al Berunee. This song has lyrics by Purnoy Hoq.

Song: Pera Nai Chill (প্যারা নাই চিল)
Singer – Shiekh Sadi & Purnoy Hoq
Music – Alvee Al Berunee
Lyrics & Tune – Purnoy Hoq

Prithibita Naki choto hote hote Lyrics

প্যারা নাই চিল গানের লিরিক্স:

আমি প্রেমিক, আমি কবি
তুমি সিরিয়াস ভাবে দেখো সবই
আমি গেম খেলে সারারাত জাগি
তুমি পড়ুয়া মেয়ে বেজায় রাগী
আমি বিড়ি খোর, আমি আড্ডাবাজ
পড়াশোনা শুধু তোমার কাজ।

তোমার প্রিয় বিড়াল ছানা, আমার প্রিয় কুকুর
তোমার প্রিয় পাহাড়ি ঝর্ণা, আমার প্রিয় পুকুর

গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা
বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা..
গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা
বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা।।

আমি ফেল করেও বলি প্যারা নাই চিল
তুমি হায়েস্ট পেয়েও কেঁদে মুখ করো নীল
আমার বই খাতা সব ছিঁড়া ফাড়া
তোমার কলমটাও মলাট করা

আমি বাড়ি ফিরি মেলা রাত করে
তুমি রাতে ঘুমিয়ে ওঠো ভোরে
তোমার প্রিয় গরুর গোশত, আমার প্রিয় চিকেন
তোমার রুমে দুইটা এসি, আমার রুমে ফ্যান।

গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা
বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা..
গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা
বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা।।

তোমার গল্পে আমি ভিলেন আমার তুমি রানী
যখন আমি প্রেমে সিরিয়াস তোমার কাছে ফানি
তোমার গল্পে আমি ভিলেন আমার তুমি রানী
যখন আমি প্রেমে সিরিয়াস তোমার কাছে ফানি

গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা
বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা..
গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা
বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা।।

Pera Nai Chill Son Lyrics:

Ami premik, Ami kobi
Tumi serious vabe dekho sabi
Ami game khele sararat jagi
Tumi poruya meye bejay ragi
Ami biri khor Ami adda baj
Porasuna sudu tomar kaj

Tomar priyo biral chana, Amar priyo kukur
Tomar priyo pahari jhorna, Amar priyo pukur

Golaf fuler jaygay ami Dilam tomay joba
Bolo Tumi aibar ki Amar premika hoba..
Golaf fuler jaygay ami Dilam tomay joba
Bolo Tumi aibar ki Amar premika hoba

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button