Lyrics

Saraswati Nodi Tirey Lyrics (সরস্বতী নদী তীরে) By Salil Chowdhury

Saraswati Nodi Tirey Lyrics by Salil Chowdhury

Saraswati Nodi Tirey Lyrics Song is Sung by Kartik and Basanta. Saraswati Nodi Tire Song Lyrics Written And Composed by Salil Chowdhury In The Year 1982. Cover version Song Is Sung by Ebong Rajoshi.

Song : Saraswati Nodi Teere
original Singer : Kartik and Basanta
Lyricist And Composer : Salil Chowdhury

Cover Credits :
Singer : Ebong Rajoshi
Video Production : Kaushik Das, Dipayan
Audio Production : Eflat Studio

Cheye Dekho Meghera Lyrics (চেয়ে দেখো মেঘেরা) By Manomoy Bhattacharya

Saraswati Nodi Tirey Song Lyrics In Bengali

সরস্বতী নদী তীরে,
কল্পনায় ঘিরে ঘিরে।
সরস্বতী নদী তীরে,
কল্পনায় ঘিরে ঘিরে।

আল্পনায় আঁকা উঠোন পেরিয়ে যদি উঠতে দাওয়ায়
তাহলে দেখতে পেতে,
আমার প্রেয়সী তুমি সিঁদুর দিয়ে।

ভ্রমর কৃষ্ণ চোখ দুটি,
ঠোঁট গোলাপ যেন খুটি খুঁটি।
বসতে দিতো সে শীতলপাটিতে কত যত্ন করে
শুধাতো মৃদু হেসে আবার কবে আমি যাবো ফিরে।

হায়রে আর তো কখনো,
সে গাঁয়ে তে ফিরে আর যাবো না
যা কিছু হারালো আর তো ফিরে তাকে পাবো না।

পুবের আলো ফুটতে না ফুটতে
রোজ তাকে হতো যে উঠতে।
পান্তা ভাতে কাঁচা লঙ্কা মেখে দিয়ে জারক লেবু
দিতো সে পিড়ি পেতে খেতে,

পাখার হাওয়া দিতে দিতে।
কি জানি কি ভেবে কি হলো,
চিরকালের মতো সে গেলো
কি জানি কি ভেবে কি হলো,
চিরকালের মতো সে গেলো।
দু চোখে মিনতি করে,

কেঁদে সে হাত ধরে বলে গেলো
জনমে জনমে যেন তোমাকে পাই আমি ফিরে ফিরে।
হায়রে আর তো কখনো,
সে গাঁয়ে তে ফিরে আর যাবো না
যা কিছু হারালো আর তো ফিরে তাকে পাবো না।

সরস্বতী নদী তীরে লিরিক্স

Saraswati Nodi Tirey
Saraswati Nadi Tire
Kolponay ghire ghire
Saraswati Nodi Teere
Kalpanay ghirey ghirey

Alponay anka uthon periye jodi uthte daoway
Tahole dekhte pete
amar preyoshi tumi sindur diye
Bhromor krishno chokh duti
Thot golap jeno khuti khuti

Boshte dito se je
shitol pati te koto jotno kore
Shudhato mridu hese abar kobe ami jabo phire
Hay re aar to kokhono

se gaaye te phire aar jabo na
Ja kichu haralo aar to
phire take pabo na

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button