Sharatadin Lyrics (সারাটাদিন) By Arijit Singh
Sharatadin Lyrics by Arijit Singh
Sharatadin Lyrics Song Is Sung by Arijit Singh And Anwesha from Yoddha Bengali Movie. Starring: Dev and Mimi Chakraborty. Music Composed by Indraadip Dasgupta And Tomake Chara E Akash Saje Na Lyrics In Bengali Written by Srijato. High keyword is সারাটা দিন ঘিরে আছো তুমি লিরিক্স
Song : Sharatadin Ghire Acho Tumi
Film Name : Yoddha (2014)
Singers : Arijit Singh & Anwesshaa Datta Gupta
Music Composer : Indraadip Dasgupta
Lyrics : Srijato
Director : Raj Chakraborty
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Producer : Shree Venkatesh Films
Rangabati Lyrics (রঙ্গবতী) By Surojit Chatterjee
Sharatadin Song Lyrics In Bengali
সারাটা দিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন,
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন।
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না,
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই।
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না,
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই।
সারাটা দিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন,
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন।।
আকাশ হারায় যেখানে
ও.. তোমায় ছোঁবো সেখানে,
ও.. ভালোবাসো এখনি
হো.. পরে কি হয় কে জানে।
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙিন
হয়নি কখনও মন,
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন।।
ভালো লাগা সারাক্ষণ
ও.. জানি না তার কি কারণ,
হা.. ভেসেছি স্বপ্নে আমি ..
ও.. তোমাকে পেয়েছে মন..
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না,
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই।
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না,
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই।
সারাটা দিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন,
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন।
সারাটা দিন ঘিরে আছো তুমি লিরিক্স – যোদ্ধা
Saratadin ghire acho tumi eto rongeen
Hoyni kokhono mon
Sharata raat asche na ghum dhorechi haat
Thakbo sarajibon
Tomake chara e akash saje na
Sohojeto batashe bashi baje na
Cholona aaji e rupkotha tomakei shonai
Akash haray jekhane tomay chobo sekhane
Valobasi ekhoni pore ki hoy ke jaane
Valolaga sarakkhon janina tar ki karon
Vesechi shopne ami tomake peyeche mon