Lyrics

Tomar Ghore Boshot Kore Koy Jona Lyrics

Tomar Ghore Boshot Kore Koy Jona Lyrics In Bengali :

Tomar Ghore Boshot Kore Koy Jona Lyrics from Bapi Bari Jaa Bangla Movie. Originaly Song Lyrics Written by Zahid Ahmed. 

Tare Bole Diyo Lyrics (তারে বলে দিও) Hemanta Mukherjee

তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।

এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন (x2)
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।

এক জনে সুর তোলে এক তারে, ও মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ও মন (x2)
ও আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা,
বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।

রস খাইয়া হইয়া মাতাল,
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম (x2)
সেই লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা কজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button