Tumi Robe Nirobe Lyrics (তুমি রবে নীরবে)-Rabindra Sangeet
Tumi Robe Nirobe Lyrics In bengali:
Tumi Robe Nirobe Lyrics BY Rabi Tagore
Vocals – Sanam Puri
Lyricist- Rabindranath Tagore
Guitars – Samar Puri
Bass – Venky S
Cajon – Keshav Dhanraj
Emon Jodi Hoto Lyrics (এমন যদি হতো) – Joler Gaan
Tumi Robe Nirobe Lyrics In Bangla:
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
জাগিবে একাকী, তব করুণ আঁখি
তব অঞ্চল-ছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
তুমি রবে নীরবে লিরিক্স :
Tumi Robe Nirobe Hridoye Momo
Tumi Robe Nirobe
Nibiro nibhrito purnima nishithini shomo
Tumi Robe Nirabe Hridoye Mamo
Momo jibono joubono
Momo okhilo bhubono
Tumi bhoribe gourobe nishithini shomo
Jagibe ekaki tobo karuno aankhi
Tobo oncholo chaya more rohibe dhaaki
Momo dukkho-bedono
Momo shofolo shopono
Tumi bhoribe shourobe nishithini shomo